শ্রীলঙ্কার বিশ্বকাপ শেষ, সেমিফাইনালের আশা নেই এখন আর। তবে ইংল্যান্ডের জন্য এই ম্যাচটা বাঁচা-মরার লড়াই। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবে জস বাটলারের দল।
আজ টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে। ১৪২ রানের টার্গেটে একটু পর ব্যাট করতে নামবে ইংল্যান্ড।