বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ করেছিল মোহাম্মদ নবির দল। জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪৫। ৯ বল বাকি রেখে ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৪৮ রান করে শ্রীলঙ্কা। এতে ৬ উইকেটের ব্যবধানে হেরে আফগানিস্তানের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে।
অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা।