টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে। তাতেই বাংলাদেশ গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ। তাসকিন-হাসানের বোলিং তোপে ধরাশায়ী হয়ে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ১৪৪ রান করে।