বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে তবে নিজেদের প্রথম ম্যাচে আজ রোববার (২৩ অক্টোবর) মাঠে নেমে আয়ারল্যান্ডকে হারিয়ে সহজ জয় পেলো শ্রীলঙ্কা। । হোবার্টের বেলেরিভ ওভালের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৮ রান করে আয়ারল্যান্ড।
১২৯ রানের লক্ষ্যে মাঠে নেমে ১ উইকেট হারিয়ে ১৩৩ রান করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস ৪৩ বলে ৬৮ রান ও চারিথ আশালঙ্কা ২২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান ডি সিলভা ২৫ বলে ৩১ রান করেন।