টি-টোয়েন্টি ক্রিকেটে আগে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ক্রাইস্টচার্চে আজ (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলার পথে রিয়াদকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট, এবং সর্বোচ্চ অর্ধশতকের একক মালিক সাকিব। বলা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের প্রায় সব রেকর্ডই এখন সাকিব আল হাসানের।

পরিসংখ্যান অনুযায়ী, সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছেন ১০৩টি, রান করেছেন ২১৩১, বল খেলেছেন ১৭৫৩টি। স্ট্রাইকরেট ১২১.৫৬ এবং ব্যাটিং গড় ২৩.৪২। ব্যাটিংয়ের পাশাপাশি সাকিব উইকেট পেয়েছেন ১২২টি, ইকোনমি ৬.৭১ বল করে। টি-টোয়েন্টিতে দলের হয়ে সর্বোচ্চ ১১টি অর্ধ-শতক রয়েছে সাকিবের।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে রানের দিক থেকে সাকিবের ঠিক পেছনেই রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ২১২১ রান করতে বল খেলেছেন ১৮১০টি । ম্যাচ খেলেছেন ১২১টি, স্ট্রাইকরেট ১১৭.১৮, গড় ২৩.৫৭। মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধ-শতক রয়েছে ৬টি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে