নারী এশিয়া কাপ থেকে নির্দয় বৃষ্টি ছিটকে ফেলল বাংলাদেশকে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) নারী এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে বল মাঠে গড়ায়নি। সিলেটে ভোরবেলা থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টি একবারও পুরোপুরি থামেনি। কিছুক্ষণের জন্য মাত্রা কমেছে। এরপর আবার সেই প্রবল বৃষ্টি। শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। যে কারণে পয়েন্ট ভাগাভাগিতে শেষ হয় ম্যাচটি। তাতে এশিয়া কাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাগজে–কলমে পিছিয়ে থাকা আমিরাতকে হারিয়ে ২ পয়েন্ট পেলেই থাইল্যান্ডকে রানরেটে পেছনে ফেলে সেমিফাইনাল খেলত বাংলাদেশ। সেটি হতে দিল না নির্দয় বৃষ্টি।
এ সুযোগে প্রথমবার এশিয়া কাপ খেলতে এসেই শেষ চার নিশ্চিত করেছে থাইল্যান্ড নারী দল। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নম্বরে তাদের অবস্থান। এশিয়া কাপের শেষ চারে জায়গা করে নেওয়া অন্য তিন দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর বাংলাদেশের পয়েন্ট ৫, পয়েন্ট তালিকায়ও তাদের অবস্থান ৫-এ।