বাংলা ভাষায় তরুণদের চর্চা এবং ভালোবাসা বাড়াতে চেতনালোক আয়োজন করছে ‘তৃতীয় জাতীয় বাংলা অলিম্পিয়াড’। অনলাইনে গত দুই বছরের সাফল্যের পর প্রথমবারের মতো অফলাইনে হবে এই আয়োজন। ২০২৩ সালে ভাষার মাস ফেব্রুয়ারির ২৪-২৫ তারিখে অনুষ্ঠিত হবে এর সমাপনী অনুষ্ঠান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষার্থীই অংশগ্রহণ করতে পারবে এই আয়োজনে। খুব শিগগির শুরু হবে মূল ইভেন্টের রেজিস্ট্রেশন। তা জানতে চোখ রাখতে হবে ইভেন্ট পেজে।