জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের মেধাতালিকা আগামী ২ অক্টোবর বিকেল ৪টায় প্রকাশ করা হবে।
এসএমএস এর মাধ্যমে ফল পেতে nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। আগামী ২ অক্টোবর বিকেল ৪টা থেকে এসএমএস এর মাধ্যমে ফল পাওয়া যাবে। আর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে এই ফল পাওয়া যাবে।
দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২০-২১ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাঁকে অবশ্যই ১২ অক্টোবরের মধ্যে ওই ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।