প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির মোট ছয়টি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। বিষয়গুলো হলো- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত। এর মধ্যে চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণা করা হয়েছে।
তবে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত বিষয়ের শুধুমাত্র প্রশ্নপত্র বাতিল করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এই দুটি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর (বুধবার) জীববিজ্ঞান এবং ১ অক্টোবর (শনিবার) উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ওই বিষয় দুটি’র পরীক্ষা নতুন করে সরবরাহকৃত প্রশ্নপত্র দিয়ে গ্রহণ করতে হবে। কোনোক্রমেই বাতিলকৃত প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা গ্রহণ করা যাবে না।
উল্লেখ্য আগামী ২৮ সেপ্টেম্বর তারিখে অর্থনীতি বিষয়ের পরীক্ষা পূর্বে সরবরাহকৃত প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :