স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। দেশের ১২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার শিক্ষার্থী প্রতিযোগিতার ১২টি ইভেন্টে অংশগ্রহণ করছেন। ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং এবং ব্যাডমিন্টন।

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেল বিভাগে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সোনারগাঁও ইউনিভার্সিটির ইমরান সেমিফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমরুলকে ৩-২ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে।

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে