গুচ্ছের বাইরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৮ আগস্ট বিভাগটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভাগের ২৫ আসনের বিপরীতে ২৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রশ্নের সেটকোড না লেখায় একটি উত্তরপত্র বাতিল করা হয়। বাকি ২৪৯ জনের ফলাফল ক্রমানুসারে প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে। এদিকে রেজাল্ট প্রকাশিত হলেও ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, বিষয় এবং অংশগ্রহণের জন্য নির্বাচিত পরীক্ষার্থীদের রোল নম্বর পরবর্তীতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।