ইংলিশ প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো শুরু পেয়েছেন আর্লিং হলান্ড। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসার পর প্রথম মাসেই বইয়ে দিয়েছেন গোলবন্যা, যার স্বীকৃতিও পেয়ে গেলেন দ্রুতই। লিগের আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্ট্রাইকার আর্লিং হলান্ড।
কমিউনিটি শিল্ডের লড়াই দিয়ে ইংলিশ ফুটবলে আনুষ্ঠানিক যাত্রাটা শুরু করেন হলান্ড।
চতুর্থ ও পঞ্চম ম্যাচে ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে টানা দুই হ্যাটট্রিক করেন হলান্ড। সর্বশেষ এ মাসে অ্যাস্টন ভিলার বিপক্ষে হার এড়ানো গোলটিও ছিল তাঁর। সব মিলিয়ে আগস্ট মাসে প্রিমিয়ার লিগে ৫ ম্যাচ খেলে হলান্ড গোল করেছেন ৯টি, যা প্রতিযোগিতার ইতিহাসে মৌসুমের শুরুর মাসে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল। আর সব মিলিয়ে কোনো মাসে তাঁর চেয়ে বেশি গোল করেছেন কেবল লুইস সুয়ারেজ। ২০১৩ সালের ডিসেম্বর মাসে লিভারপুলের হয়ে ১০ গোল করেছিলেন সুয়ারেজ। আর এখন পর্যন্ত লিগে হলান্ডের গোল ৬ ম্যাচে ১০টি। শুধু প্রিমিয়ার লিগেই নয়, চ্যাম্পিয়নস লিগেও নিজের জাদু দেখাচ্ছেন হলান্ড। দুই ম্যাচে গোল করেছেন ৩টি।