টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
দলে জায়গা হয়নি টি-টোয়েন্টির তিন বিশেষজ্ঞ খেলোয়াড় আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও ফ্যাবিয়েন অ্যালেন। ফিরেছেন বাঁ-হাতি ওপেনার এভিন লুইস। বিশ্বকাপে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। রোভম্যান পাওয়েল সহঅধিনায়ক।
১৫ সদস্যের দলে রয়েছেন দুই চমক। ইয়ানিক কারিয়াহ ও রেমন রেইফার নামের দুই নতুন মুখকে যোগ করা হয়েছে। ইয়ানিক ডান-হাতি লেগ-স্পিনার অলরাউন্ডার এবং রেমন বাঁ-হাতি ব্যাটিং অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ইয়ানিক ক্যারিয়াহ, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, জনসন চার্লস, অ্যালজারি জোসেফ, রেমন রেইফার, শেলডন কটরেল, ব্র্যান্ডন কিং, ওডেন স্মিথ।