ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে অংশগ্রহণকারী ১ হাজার ৮৮৮ জন ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। পাসের হার মোট পরীক্ষার্থীর ৮৯.৩৫ শতাংশ।
প্রকাশিত ফলাফলে জিপিএসহ ১২০ নম্বরের মধ্যে ১১৭ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইকবাল হোসাইন ইমন। তার রোল নম্বর ডি-১৭৩১। ইকবাল খুলনার কয়রা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাস করেছেন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ফলাফলে ৩২০ আসনের বিপরীতে ৯৬০ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।