দক্ষিণ আফ্রিকান রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। গত সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে তা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সেই খবর বেশি পুরোনো না হতেই এবার বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলে খবর ছড়িয়ে পড়লেও তা প্রত্যাখ্যান করেছেন রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকা আগামী ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ পূরণ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
প্রধান কোচ হিসেবে টেস্ট ও ওয়ানডেতে দায়িত্ব চালিয়ে যাবেন ডমিঙ্গো। এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতি দেখাশোনার জন্য গত শুক্রবার বাংলাদেশে এসেছিলেন তিনি। তবে টি-টোয়েন্টির দায়িত্ব হারানোর পর ইতোমধ্যে তিনি দেশে ফিরে গেছেন।
বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ডমিঙ্গোর পদত্যাগের খবর। তাতে সামাজিক যোগাযোগ মাধ্যমও সরগরম। আগামী ডিসেম্বর থেকে ফের টেস্ট ও ওয়ানডে দলের সঙ্গে কাজ শুরু করবেন তিনি। মাঝের সময়টাতে এই দুই সংস্করণে কোনো খেলা নেই বাংলাদেশের।
পদত্যাগের খবর উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘আমি নিশ্চিত করতে চাচ্ছি যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করিনি। আমার চুক্তি শেষ হবে আগামী ২০২৩ সালের নভেম্বরে এবং আমি ততদিন পর্যন্ত আমি বোর্ডের সঙ্গে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি টেস্ট ও ওয়ানডেতে আমার দায়িত্ব ডিসেম্বর থেকে ফের পালন করা শুরু করব যেটা সংবাদ সম্মেলনে বলা হয়েছিল। এই ব্যাপারে কোনো সত্যতা নেই যে আমি পদত্যাগ করার জন্য বিসিবির কাছে চিঠি দিয়েছি। আমি বোর্ডের সঙ্গে আছি এবং ২০২৩ সাল পর্যন্ত কাজ করতে দায়বদ্ধ।’
সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠেয় এশিয়া কাপে বাংলাদেশ টি-টোয়েন্টি দল গিয়েছে কোনো প্রধান কোচ ছাড়াই। টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে সম্প্রতি নিয়োগ পাওয়া শ্রীধরন শ্রীরাম থাকবেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের দেখভালের দায়িত্বে। তিনি মূলত প্রধান কোচের কাজই করবেন।