বাংলাদেশের হয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটের কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে আজ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর থেকেই গুঞ্জন এই ফরম্যাটে কোচের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিতে পারে বিসিবি।
এদিকে এশিয়া কাপ নিয়ে দেশ ছাড়ার আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক
কিছুদিন আগেই বিসিবি সভাপতি পাপনের এক মন্তব্যের পরই স্পষ্ট হয়, টি-টোয়েন্টি ক্রিকেটে হেড কোচ হিসেবে আর থাকছেন না ডমিঙ্গো। তার জায়গায় নতুন কাউকে ভাবছে বিসিবি। তবে বোর্ডের নতুন ভাবনা প্রোটিয়া এ কোচ মেনে নেন কি না, সেটিও বড় প্রশ্ন। ধারণা করা হচ্ছে, হয়তো বাংলাদেশ অধ্যায়ই শেষ হয়ে যেতে পারে ডমিঙ্গোর।
এদিকে গুঞ্জনটা সত্যি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেছে রোববার (২১ আগস্ট) মিরপুরে অনুশীলনে ডমিঙ্গো না আসায়। তাতে অন্তত এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে, টি-টোয়েন্টিতে থাকছেন না তিনি। তবে অন্য দুই ফরম্যাটের দায়িত্ব পালন করবেন কি না, সেটাও জানা যাবে আজ।
অপরদিকে, রোববার (২১ আগস্ট) ঢাকায় এসে পৌঁছেই খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেছেন শ্রীধরন শ্রীরাম। সোমবারের (২২ আগস্ট) বোর্ডসভায় তিনিও থাকবেন আলোচনায়। বিসিবি সভাপতি আভাস দিয়েছিলেন কোচিং প্যানেলে বড় একটা পরিবর্তনের। প্রশ্ন তাই থেকেই যায়, কেমন হতে যাচ্ছে নতুন কোচিং প্যানেল।