সাধারণত বছরের শুরুর দিকে মাঠে গড়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর আইপিএল অনুষ্ঠিত হয় মার্চ থেকে মে মাসের মধ্যে। কিন্তু ২০২৫ সালে পিএসএল ও আইপিএল একই সময়ে মাঠে দেখা যেতে পারে। ২০২৪-২৫ মৌসুমে পাকিস্তান ক্রিকেটের ঠাসা সূচি কারণেই এমনটা হতে পারে।
জানুয়ারি–ফেব্রুয়ারিতে পিএসএল অনুষ্ঠিত হয়, আর আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
১৯৯৬ বিশ্বকাপের পর প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তানে। নিরাপত্তাজনিত কারণে আগের তিনটি ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) আইসিসির কোনো টুর্নামেন্ট পাকিস্তানে রাখা হয়নি। এবারের এফটিপিতে সে সুযোগ পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি সফলভাবে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই বছরের শুরুর দিকের টুর্নামেন্ট পিএসএল সরিয়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই পিসিবির সামনে।
এদিকে মার্চ থেকে মে মাসের মধ্যে কোনো এক সুবিধাজনক সময়ে পিএসএল আয়োজন করতে চায় পিসিবি। আর মার্চ থেকে মে—এ সময়ে অনুষ্ঠিত হয় আইপিএল।
গত তিন বছরে নিরাপত্তা সমস্যাকে পাশ কাটিয়ে পাকিস্তানে সফর করেছে বেশ কিছু শীর্ষ সারির দল। আগামী এফটিপি অনুযায়ী, শীর্ষ দলগুলোর পাকিস্তান সফর আরও বাড়বে। এ সময় পাকিস্তান ঘরের মাঠে ১৩ টেস্ট, ২৬ ওয়ানডে ও ২৭টি টোয়েন্টি ম্যাচ খেলবে। এর সঙ্গে দেশের বাইরে বাবর–রিজওয়ানদের সফর তো আছেই।
এমন ব্যস্ত সূচির কারণে কেবল ২০২৫ সালে পিএসএলের সূচিই সরে যাচ্ছে না, ২০২৬ সালেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে না এ টুর্নামেন্ট। ২০২৭ সাল থেকে এখনকার নির্ধারিত সময়ে ফিরতে পারে পিএসএল।