চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৪ জন শিক্ষার্থী।
চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ আগস্ট, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ আগস্ট এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগস্ট উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় লড়ছেন ২৯ জন শিক্ষার্থী।