জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এটি হবে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ৪০০তম ম্যাচ। ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল টাইগাররা। এরপর ৩৬ বছরের মাথায় নিজেদের ৪০০তম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।
৩৬ বছরে ৩৯৯টা ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ১৩৮ জন ক্রিকেটার। এ সময় ১৪৩টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ২৪৯টিতে। ড্র হয়নি কোনো ম্যাচ। তবে পরিত্যক্ত হয়েছে ৭টি। ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৫ শতাংশ ম্যাচে জয় আছে বাংলাদেশের। আর পরাজয়ের হার ৬২. ৪১ শতাংশ।
বাংলাদেশ ১০০তম ওয়ানডে ম্যাচটা খেলেছিল ভারতের বিপক্ষে। যেখানে জিতেছিল বাংলাদেশ। ২০০তম ম্যাচেও জয় ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তিনশতম ম্যাচটা হেরেছিল টাইগাররা। আজ ৪০০তম ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। কী হবে আজ? ম্যাচটা কী জিতবে বাংলাদেশ? কয়েক ঘণ্টা পর খেলার ফলাফলে আপনারা তা জেনে যাবেন।