বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাজিমাত করা কিয়েরন পোলার্ড প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়লেন।
২০০৬ সালে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অভিষেক হয় পোলার্ডের। গত ১৬ বছরে জাতীয় দল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ৬০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বও করেছেন মারকুটে এই অলরাউন্ডার।
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নেমে ৬০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়েন পোলার্ড। ক্যারিয়ারের ৬০০তম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ১ চার এবং ৪ ছয়-এ ১১ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন পোলার্ড।
এ বছর আইপিএল চলাকালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক পোলার্ড দেশের হয়ে ১২৩ ওয়ানডে এবং ১০১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬০০ ম্যাচে একটি শতক ও ৫৬টি অর্ধশতক করার পাশাপাশি ১১ হাজারের ওপর রান করেছেন পোলার্ড, উইকেট নিয়েছেন ৩০৯টি।