দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩০ জুলাই) শুরু হয়েছে। দুপুর ১২টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এ বছর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার তিন ইউনিটে আবেদনপত্র জমা পড়েছে মোট ২ লাখ ৯৪ হাজার ৫১৪টি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ‘এ’ ইউনিটে। ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ৬১ হাজার ৭২৬টি। ‘বি’ ইউনিটে আবেদন জমা পড়েছে ৯০ হাজার ৬১৮টি। ‘সি’ ইউনিটে ৪২ হাজার ১৭০টি।
আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিট (মানবিক) ও ২০ আগস্ট ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।