কোপা আমেরিকা ফেমেনিনার সেমিফাইনালে ব্রাজিল, র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড নবমবারের মতো ফাইনালে উঠেছে।
কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে প্রথমার্ধের ২৮ মিনিটে প্যারাগুয়ের জালে দুইবার বল পাঠায় ব্রাজিল। শেষতক সেই দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা প্যারাগুয়ে ব্রাজিলের ক্ষুরধার আক্রমণভাগের গোল উৎসবই শুধু রুখতে পেরেছে, ৯০ মিনিটে নিজেদের ম্যাচে ফেরার ন্যূনতম সম্ভাবনাও জাগাতে পারেনি।
ম্যাচের ১৬ মিনিটেই বিয়াত্রিজ জানেরাত্তোর অ্যাসিস্টে ব্রাজিলকে এগিয়ে দেন মিডফিল্ডার আরি বোর্হেস। ২৮ মিনিটে বিয়াত্রিজ নিজেই প্যারাগুয়ের জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান। প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের গোলমুখে বেশ কিছু আক্রমণ শানিয়েছে, তবে ফিনিশিং ব্যর্থতা এবং প্যারাগুয়ের গোলরক্ষক বোবাদিলা আগুইলেরার দৃঢ়তায় ব্যবধান বাড়াতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল।
আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায় এস্তাদিও আলফনসো লোপেজে কোপা আমেরিকা ফেমেনিনার ফাইনালে মুখোমুখি হবে সাতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং প্রথমবারের মতো ফাইনালে ওঠা স্বাগতিক কলম্বিয়া।