করোনা মহামারির কারণে স্থগিত হওয়া ১৯তম এশিয়ান গেমসের নতুন সূচি প্রকাশ করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। নতুন সূচি অনুযায়ী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
বিষয়টি নিশ্চিত করে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) পক্ষ থেকে গত ১৯ জুলাই বলা হয়, শেষ দু’মাস ধরে চীনের অলিম্পিকস কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা হয়েছে।
এ আসরে ৪৪টি দেশ থেকে আসা ১১ হাজারেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন। ইতোমধ্যে এশিয়ান গেমস আয়োজনের জন্য ৫৬টি ভেন্যুর নির্মাণকাজ শেষ হয়েছে।