তরুণ প্রজন্মকে স্মার্টফোনে আসক্তি কমানো ও মাদকমুক্ত করার লক্ষ্যে ঈদ পরবর্তী সময়ে গ্ৰাম বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু খেলাধুলার আয়োজন করে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন পড়শি। এসব খেলাধুলার মধ্যে রয়েছে হাড়িভাঙ্গা, মোরগ লড়াই ও বিস্কুট দৌড়। যশোরের আমিনী রামচন্দ্রপুর দাখিল মাদ্রাসা খেলার মাঠে সম্প্রতি এসব খেলাধুলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব খেলায় আমিনী ও পার্শ্ববর্তী গ্রামের শতাধিক শিশু, কিশোর, তরুণ ও প্রবীণ লোক অংশগ্রহণ করে। গ্রামীন এসব খেলা দেখতে শত শত নারী-পুরুষ, বৃদ্ধ-শিশুরা মাদ্রাসার মাঠে ভিড় জমান।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পড়শি’র সভাপতি স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র বিপণন কর্মকর্তা জাহিদ আল ইমরান।
জাহিদ আল ইমরান বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম বড় হচ্ছে টিভিতে কার্টুন দেখে, আর স্মার্টফোন ও কম্পিউটারে গেমস খেলে। সমবয়সীদের সঙ্গে মাঠের খেলার আনন্দ তারা জানেই না। আধুনিকতার ছোঁয়ায় গ্রামের এসব খেলাধুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। গ্রামের ঐতিহ্য তুলে ধরতে ঈদ পরবর্তী সময়ে এসব খেলাধুলার আয়োজন করা হয়।
নৈরাজ্য থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনও করে পড়শি।