ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত (সমন্বিত) ‘ঘ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৮ দশমিক ৫৮ শতাংশ। বাকি ৯১.৪২ শতাংশই ফেল করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমন্বিত ‘ঘ’ ইউনিটে মোট ৬ হাজার ১১১ জন ভর্তিচ্ছু পাস করেছেন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছেন ৪৮১১ জন, ব্যবসায় শিক্ষা থেকে ১০০৫ জন এবং মানবিক থেকে পাস করেছেন ২৯৫ জন।
প্রকাশিত ফলে মানবিক বিভাগে প্রথম হয়েছেন তানজিদ হাসান আকাশ। তিনি নটরডেম কলেজের শিক্ষার্থী। তিনি সর্বমোট ৮৪ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৫০.৫০ এবং লিখিততে পেয়েছেন ৩৩.৫০। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ’র ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ তার মোট প্রাপ্ত নম্বর ১০৩.৪৪। ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।
বাণিজ্য শাখায় ১ম হয়েছেন আয়েশা জাহান সামিয়া। তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তিনি রাজধানীর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। তিনি সর্বমোট ৭৩.১ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৩৭.৫০ এবং লিখিততে পেয়েছেন ৩৫.৬০। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ’র ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট প্রাপ্ত নম্বর ৯৩.১।
বিজ্ঞান বিভাগে প্রথম হয়েছেন অনন্য গাঙ্গুলী। তিনি সরকারি কে এম এইচ কলেজের শিক্ষার্থী। লিখিত ও এমসিকিউতে তিনি সর্বমোট ৮৩.৯৫ নম্বর পেয়েছেন। এর মধ্যে এমসিকিউতে পেয়েছেন ৫০.২৫ এবং লিখিততে পেয়েছেন ৩৩.৭০। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ’র ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট প্রাপ্ত নম্বর ১০৩.৯৫। ভর্তি পরীক্ষায় ঢাকার ইডেন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।
গত ৫ জুলাই ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।