২২ বছর বয়সী সিডনি ম্যাকলাফলিন ২০২০ সালে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে মেয়েদের ফাইনালে ৫১.৪৬ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। গত ২৫ জুন ওরিগনে ইউএস চ্যাম্পিয়নশিপে সে রেকর্ড থেকে এক ধাক্কায় ০.০৫ সেকেন্ড কমে ম্যাকলাফলিন ৫১.৪১ সেকেন্ড সময় নিয়ে ৪০০ মিটার হার্ডলসে গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড।
অলিম্পিকের ফাইনালে লাফলিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন ডালিলাহ মুহাম্মদের। গত ২৫ জুন অবশ্য আরেকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট কাটার লড়াইয়ে ছিলেন না ডালিলাহ।
চোটের কারণে ডালিলাহর অনুপস্থিতি লাফলিনের কাজটা সহজ করে দিয়েছে। দ্বিতীয় হওয়া ব্রিটন উইলসন ১.৬৭ সেকেন্ড পরে দৌড় শেষ করেছেন। ৫৩.৯২ সেকেন্ড সময়ে দৌড় শেষ করা শামিয়ের লিটল তৃতীয় হয়েছেন। আগামী জুলাইয়ে এই তিনজন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাবেন।