আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে গত ২৪ জুন (শুক্রবার) প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সুনামগঞ্জ সদর থানার কুরবান নগর ইউনিয়ন পরিষদের অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত  আমিরপুর, অচিন্তপুর, শেখের গাও, নতুন ভ্রামন গাও, ভ্রামন গাও উত্তর এবং হাসানবসত ৬টি গ্রামের প্রায় ৫২০টি বন্যা কবলিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । সুনামগঞ্জ সদর থানার প্রশাসন ও স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা  হয়।

প্রেসিডেন্সী ইউনিভার্সিটির কর্মকর্তা ও শিক্ষার্থীদের প্রতিনিধি দল ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ওই গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমন মানবিক কাজের প্রসংশা করেন। মানুষের বাঁচার তীব্র আকুতিতে সাড়া দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে