ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ১৭.০৮৯৪ একর ভূমি বুঝে পেয়েছে।
গত ২২ জুন ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ঘাটারচর ও মধ্যেরচর মৌজার নেতৃত্বে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ও ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেন, চেক বিতরণ ও জমি হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসার উচ্চ শিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং বাস্তবায়নে দেশের আলেম ওলামা পীর মাশায়েখ ও ১৫শ’ ফাজিল-কামিল, অনার্স-মাস্টার্স মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের জমি বুঝে পাওয়ার মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় নব দিগন্তের সূচনা হলো।
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে জমি বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। স্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষায় নিশ্চয় আরও গতি সঞ্চার হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার রেজাউল হক, উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানীফা, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন।