সব শিক্ষার্থীদের মৌলিক ও শিক্ষাসংক্রান্ত সব তথ্য দিয়ে প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডি দেওয়ার লক্ষে ডাটা এন্ট্রির সময় আরও ১১ দিন বাড়িয়ে ডাটা এন্ট্রি কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
গত ২০ মে প্রকাশিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ইউনিক আইডি প্রকল্পের পরিচালক প্রফেসর মো. শামছুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।
এতে বলা হয়েছে, সব বিভাগের জন্য ডাটা এন্ট্রির সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। ব্যবহারকারীদের সুবিধার্থে ডাটা এন্ট্রির সময়সীমা ৩১ মে পর্যন্ত পূণঃনির্ধারণ করা হয়েছে।