ই-কমার্স ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৮ মে ২০২২। বৈধ মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয় ১৯ মে ২০২২। সব মিলিয়ে ২০২২-২০২৪ মেয়াদে নির্বাচনের জন্য ৯ পদের বিপরীতে মোট ৩৬ জনের মনোনয়নপত্র বৈধতা পায়।
ই-ক্যাবের নির্বাচনে যেসকল প্রার্থী মনোনয়নে বৈধতা পেয়েছেন, তারা হলেন- প্রকৌশলী আব্দুল আজিজ (যাচাই ডট কম লিমিটেড), মাফিয়া নাহিদ (যাচাই লিমিটেড), প্রকৌশলী মো: আব্দুল আলিম (পাবলিকস মেট্রো লিমিটেড), সামদানি তাবরিজ (র্যাপিডো ডেলিভারিস), মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল (কমজগৎ টেকনোলজি), মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (কিনলে ডট কম), আবু সুফিয়ান নিলোভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার লিমিটেড), নাসিমা আক্তার (রিভারি কর্পোরেশন লিমিটেড), মো: সাইদুর রহমান (ডিজিটাল হাব সল্যুশন্স লিমিটেড), তাওহিদা হায়দার (মেনসেন মিডিয়া), মোহাম্মদ সাহাব উদ্দিন (ডায়বেটিক স্টোর লিমিটেড), মো: শামসুল ইসলাম (ইউনিকো বাংলাদেশ), মো: রুহুল কুদ্দুস ছোটন (ফোকাস ফ্রেম), শাহরিয়ার হাসান (পেপারফ্লাই প্রাইভেট লিমিটেড), সৈয়দা আম্বারীন রেজা (ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কোপ ইনফোটেক লিমিটেড), মোহাম্মদ ইলমুল হক (সেবা প্লাটফরম লিমিটেড), মরিন হোসেন তালুকদার (সিলভার ওয়াটার টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড), জিয়া আশরাফ (চালডাল লিমিটেড), মো: তাসদিক হাবিব (ক্লিন ফোর্স লিমিটেড), আসিফ আহনাফ (ব্রেকবাইট), মো: আরিফুর ইসলাম দিপান (পরান বাজার), শাফকাত হায়দার (সি-প্রোকো কম্পিউটার্স লিমিটেড), মো: সোফায়েত মাহমুদ (এসএম ইন্টারন্যাশনাল), নুসরাত লোপা (হুর নুসরাত), ফাতেমা বেগম (আদি বিডি লিমিটেড), এ এম ইশতিয়াক সারোয়ার (সফট টেক ইনোভেশন লিমিটেড), আশরাফুজ্জামান (ভার্চুয়াল মার্কেট সল্যুশন লিমিটেড), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (ক্রাফটসম্যান সল্যুশন), মোহাম্মদ ইসমাইল হোসেন (বিডি এক্সক্লুসিভ), ওয়াসিম আলিম (বাংলামেডস ফার্মেসি লিমিটেড), মো: তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), শমী কায়সার (ধানসিড়ি ডিজিটাল লিমিটেড), মো: সেলিম শেখ (নূরতাজ বাংলাদেশ লিমিটেড), জিশান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ)।
নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, ই-ক্যাব নির্বাচন-২০২২ এর বোর্ড চেয়ারম্যান আমিন হেলালী এবং অন্য দুই সদস্য মো: আব্দুর রাজ্জাক ও এএইচএম বজলুর রহমানকে নিয়ে বিকেলে বৈঠক করবেন বোর্ড সচিব আব্দুল আজিজ।
উল্লেখ্য আগামী ১৮ জুন (শনিবার) ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। সাধারণ ভোটারদের ভোটে নির্বাচিতদের মধ্যে থেকে শীর্ষ কর্মকর্তা নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২০ জুন ২০২২ (সোমবার), দুপুর ২টা পর্যন্ত। ওই দিন নির্বাচিত সদস্যদের ভোটে শীর্ষ কর্মকর্তা নির্বাচন ও প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল সম্পর্কে প্রার্থীদের লিখিত আপত্তি পেশের শেষ তারিখ ও সময়: ২১ জুন, ২০২২ (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ: ২৬ জুন ২০২২ (রোববার)। ২ জুলাই (শনিবার) নব-নির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করবেন।