টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবীয় জায়ান্ট ও দ্য ইউনিসভার্স বস ক্রিস গেইলের হাফসেঞ্চুরি করার রেকর্ডকে ছাড়িয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের অসি ওপেনার ডেভিড ওয়ার্নার।
গত ৫ মে আইপিএলে নিজের পুরনো দল হায়দরাবাদকে প্রথমবার সামনে পেয়েই জ্বলে উঠেন ওয়ার্নার। ৩৪ বলে অর্ধশতরান করার পর ৫৮ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন ওয়ার্নার। তার এই রান দলকে এনে দেয় দুর্দান্ত এক জয়। আর সেই সঙ্গে তিনি বিশ্বরেকর্ড গড়ে ফেলেন। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড এখন ওয়ার্নারের।
টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বেশি ৮৮টি হাফসেঞ্চুরি ছিল গেইলের। তাকে পেছনে ফেলে সংখ্যাটা ৮৯তম করলেন ওয়ার্নার।
এ দুজনের পরের তালিকায় রয়েছেন বিরাট কোহলি (৭৭), অ্যারোন ফিঞ্চ (৭০) ও রোহিত শর্মা (৬৯)।