সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে হতে পারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘আওয়ার জার্নি টুগেদার’ বইটির লেখক কে?
ক. নরেন্দ্র মোদি খ. শিনজো আবে গ. জাস্টিন ট্রুডো ঘ. ডোনাল্ড ট্রাম্প
উত্তর: ঘ. ডোনাল্ড ট্রাম্প।
২. কতটি দেশ নিয়ে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট সিএসটিও গঠিত?
ক. ৮টি খ. ৬টি গ. ১২টি ঘ. ১০টি
উত্তর: খ. ৬টি।
৩. নতুন প্রজাতন্ত্র ‘বার্বাডোজ কোন দেশের উপনিবেশ ছিল?
ক. পর্তুগাল খ. যুক্তরাষ্ট্র গ. যুক্তরাজ্য ঘ. নিউজিল্যান্ড
উত্তর: গ. যুক্তরাজ্য।
৪. এশিয়ার বৃহত্তম কার্বনশূন্য ‘জেওয়ার’ বিমানবন্দর নির্মিত হচ্ছে কোথায়?
ক. নেপাল খ. পাকিস্তান গ. ভারত ঘ. বাংলাদেশ
উত্তর: গ. ভারত।
৫. ‘অ্যাভিনিউ অব স্ফিংস’ কোন দেশে অবস্থিত?
ক. ভারত খ. রাশিয়া গ. মিসর ঘ. সৌদি আরব
উত্তর: গ. মিসর।
৬. ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রের বর্তমান সংখ্যা কত?
ক. ৩০টি খ. ২৮টি গ. ২৯টি ঘ. ২৭টি
উত্তর: ঘ. ২৭টি।
৭. ডি-ডে কোন সালের ঘটনা?
ক. ১৯৪৫ সালের খ. ১৯৪৬ সালের গ. ১৯৪৭ সালের ঘ. ১৯৪৪ সালের
উত্তর: ঘ. ১৯৪৪ সালের।
৮. তুমান কোন দেশের মুদ্রার নাম?
ক. ইউক্রেন খ. লেবানন গ. ইরান ঘ. তুরস্ক
উত্তর: গ. ইরান।
৯. আফ্রিকাকে ইউরোপ থেকে পৃথক করেছে কোন সাগর?
ক. লোহিত সাগর খ. আরব সাগর গ. ভূমধ্যসাগর ঘ. কাস্পিয়ান সাগর
উত্তর: গ. ভূমধ্যসাগর।
১০. যুক্তরাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কী?
ক. হাউস অব কমন্স খ. সিনেট গ. রাজ্যসভা ঘ. হাউস অব লর্ডস
উত্তর: ঘ. হাউস অব লর্ডস।