সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ মে হতে পারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ফেনী খ. কক্সবাজার গ. নরসিংদী ঘ. ময়মনসিংহ
উত্তর: ঘ. ময়মনসিংহ।
২. বাংলাদেশের কোন জেলায় দরিদ্রের হার শূন্য?
ক. মাদারীপুর খ. নারায়ণগঞ্জ গ. মুন্সিগঞ্জ ঘ. কক্সবাজার
উত্তর: খ. নারায়ণগঞ্জ।
৩. কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?
ক. ৫০ জন খ. ৬০ জন গ. ৭০ জন ঘ. ১০ জন
উত্তর: খ. ৬০ জন।
৪. দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয়-
ক. মনপুরা খ. কুতুবদিয়া গ. সেন্টমার্টিন ঘ. মহেশখালী
উত্তর: ঘ. মহেশখালী।
৫. বাংলাদেশে এখন পর্যন্ত কতজন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন?
ক. ২৩ জন খ. ২২ জন গ. ২৪ জন ঘ. ২৫ জন
উত্তর: ক. ২৩ জন।
৬. বাংলাদেশের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়েছে-
ক. ১৭টি খ. ১৬টি গ. ১৮টি ঘ. ১৫টি
উত্তর: ক. ১৭টি।
৭. বাংলাদেশের প্রথম GI পণ্য কোনটি?
ক. জামদানি শাড়ি খ. শতরঞ্জি গ. সাদা মাটি ঘ. ইলিশ মাছ
উত্তর: ক. জামদানি শাড়ি।
৮. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দিয়ে বিভক্ত?
ক. নাফ খ. কর্ণফুলী গ. নবগঙ্গা ঘ. ভাগীরথী
উত্তর: ক. নাফ।
৯. বাংলাদেশে সবচেয়ে বড় ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোনটি?
ক. সাঁওতাল খ. ত্রিপুরা গ. তংচঙ্গা ঘ. চাকমা
উত্তর: ঘ. চাকমা।
১০. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
ক. সিপাহি খ. ল্যান্স নায়েক গ. ক্যাপ্টেন ঘ. হাবিলদার
উত্তর: ক. সিপাহি।