রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক। আগামী চার বছরের জন্য ওই পদে তাকে নিয়োগ দিয়ে মঙ্গলবার (১৮ জানুয়ারি) আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

পূর্বের ট্রেজারারের মেয়াদ শেষ হওয়ার চার মাস পর নতুন ট্রেজারার পেল বিশ্ববিদ্যালয়টি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০তম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফের মেয়াদ গত বছরের ১৬ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে