সুপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এমসিকিউ পদ্ধতির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ১০টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. ‘মৈত্রী দিবস’ পালিত হয় কবে?
ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর গ. ৮ ডিসেম্বর ঘ. ৫ ডিসেম্বর
উত্তর: ক. ৬ ডিসেম্বর।
২. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে পর্যটন খাতের অবদান কত শতাংশ?
ক. ৬.০২ শতাংশ খ. ৩.০২ শতাংশ গ. ৪.০২ শতাংশ ঘ. ২.০২ শতাংশ
উত্তর: খ. ৩.০২ শতাংশ।
৩. কত সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারন বাংলাদেশ?
ক. ২০৩১ সাল খ. ২০৪১ সাল গ. ২০৫০ সাল ঘ. ২০৭১ সাল
উত্তর: খ. ২০৪১ সাল।
৪. বর্তমানে বাংলাদেশে প্রচলিত ব্যাংক নোট কতটি?
ক. ৭টি খ. ৬টি গ. ৮টি ঘ. ৩টি
উত্তর: ক. ৭টি।
৫. ‘বিজু’ কাদের উৎসব?
ক. ত্রিপুরা খ. চাকমা গ. মারমা ঘ. গারো
উত্তর: খ. চাকমা।
৬. কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ কয়টি?
ক. ৪৯টি খ. ৫৪টি গ. ৫২টি ঘ. ৫৩টি
উত্তর: খ. ৫৪টি।
৭. বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কতটি?
ক. ৫৯টি খ. ৬০টি গ. ৬২টি ঘ. ৬১টি
উত্তর: ঘ. ৬১টি।
৮. বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়?
ক. ১৫ খ. ১৮ গ. ১৬ ঘ. ১৭
উত্তর: ঘ. ১৭।
৯. বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি?
ক. ৪৫ খ. ৪০ গ. ৫০ ঘ. ৬০
উত্তর: গ. ৫০।
১০. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি খ. এপ্রিল গ. সেপ্টেম্বর ঘ. জুন
উত্তর: ক. জানুয়ারি।