সুপ্রিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এমসিকিউ পদ্ধতির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ১০টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. শব্দ ও ধাতুর মূলকে কী বলে?
ক. বিভক্তি খ. ধাতু গ. প্রকৃতি ঘ. কারক
উত্তর: গ. প্রকৃতি।
২. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
ক. ছ খ. ঝ গ. ঢ ঘ. ড
উত্তর: ঘ. ড।
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কোন সালে?
ক. ১৮৭৬ খ. ১৮৩৬ গ. ১৮২০ ঘ. ১৮২৪
উত্তর: গ. ১৮২০।
৪. ‘উকিল’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক. আরবি খ. ফারসি গ. বাংলা ঘ. হিন্দী
উত্তর: ক. আরবি।
৫. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য খ. ছোটগল্প গ. নাটক ঘ. উপন্যাস
উত্তর: খ. ছোটগল্প।
৬. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
ক. ড্যাশ খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কোলন
উত্তর: গ. সেমিকোলন।
৭. ‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. বাংলা খ. ফারসি গ. আরবি ঘ. হিন্দী
উত্তর: গ. আরবি।
৮. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক. আসক্তি খ. আকাঙ্ক্ষা গ. যোগ্যতা ঘ. আসত্তি
উত্তর: ক. আসক্তি।
৯. ভাষার মূল উপাদান কোনটি?
ক. ধ্বনি খ. কারক গ. শব্দ ঘ. বাক্য
উত্তর: ক. ধ্বনি।
১০. ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বন + পতিঃ খ. বন +স্পতি গ. বনঃ + পতি ঘ. বন + পতি
উত্তর: ঘ. বন + পতি।