নতুন বছরে করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কম থাকলেও ২০২২ সালের শুরুতে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বিশেষ করে আমেরিকাসহ কিছু দেশের সাথে সম্পর্কসহ ইত্যাদি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ২০২২ সালে যেকয়েকটি বিষয়ের দিকে সবার বিশেষ দৃষ্টি থাকবে। সেগুলো হলো-
পদ্মা সেতু খুলবে জুন মাসে
২০২২ সালে আলোচনায় থাকবে পদ্মা সেতু। কারণ এটি শুধু জাতীয় ও আঞ্চলিক ক্ষেত্রে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে না বরং এটি এ দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজকেও প্রভাবিত করবে। এর সুফল মানুষ এ বছর পেতে শুরু করবে।
কেননা এ বছরই জুনে যান চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।
রেমিট্যান্স ও রপ্তানি
বাংলাদেশের অর্থনীতির রেমিটেন্স ও রপ্তানির ওপর সবার বিশেষভাবে দৃষ্টি থাকবে ।
কোভিডের ধাক্কা কাটিয়ে ২০২১ সালের শুরু থেকেই দেশের রপ্তানি ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে শুরু করেছিলো । তবে এখন ইউরোপ ও আমেরিকায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। তবে যে খাতটি বাংলাদেশকে স্বস্তি দিয়েছে তা হলো রেমিটেন্স। একের পর এক রেকর্ড করে অগাস্টে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিলো। ২০২২ সালে রপ্তানি কেমন হয় সেদিকেও দৃষ্টি থাকবে।
র্যাব ও মার্কিন নিষেধাজ্ঞা
২০২১ সালের শেষ দিকে পুলিশের এলিট ফোর্স র্যাব এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর আমেরিকার নিষেধাজ্ঞা, বাংলাদেশকে দারুণভাবে ধাক্কা দিয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের বর্তমান পুলিশ প্রধানও রয়েছেন।
র্যাবের কর্মকাণ্ড নিয়ে অনেক বছর ধরেই সোচ্চার দেশি বিদেশী মানবাধিকার সংস্থাগুলো। এখন মার্কিন নিষেধাজ্ঞার পর র্যাবের যে কার্যক্রম বা নীতিতে কোনো পরিবর্তন আসে কি-না, সেদিকেও দৃষ্টি থাকবে অনেকের।
যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক
মার্কিন নিষেধাজ্ঞার পর দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যায় তা নিয়ে কৌতূহল আছে সাধারণ মানুষের।
২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী ভারতের সাথে বিশেষ সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই আলোচনা আছে ।
কয়েক বছর ধরে চীনেরও প্রকাশ্য সমর্থন পাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার ।
এমন পরিস্থিতিতে চীন, ভারত যুক্তরাষ্ট্র এ তিন বৃহৎ শক্তির মধ্যকার টানাপড়েনে ২০২২ সালে বাংলাদেশ কিভাবে ভারসাম্য রক্ষা করবে সেটাও দেখার বিষয় হবে।
২০২২ সালে সবার দৃষ্টি থাকবে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হয় এবং চীন ও ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের চলমান কৌশল কতটা কার্যকর থাকে, তার দিকেও।
করোনাভাইরাস
এ ছাড়া সবার নজর থাকবে করোনাভাইরাস পরিস্থিতির দিকেও। কারণ এটি এখনো পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, আবার দেশের বেশিরভাগ মানুষকে এখনো টিকাদানের আওতায় আনতে পারেনি সরকার।
বিশ্বের বিভিন্ন জায়গায় নতুন করে প্রকোপ বাড়ছে করোনার। তাই ২০২২ সালে করোনার অবস্থা কি দাঁড়ায় ও এটি মোকাবেলা করতে ও পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কি কি পদক্ষেপ নেয় সেটিও দেখার বিষয়।
সূত্র: বিবিসি নিউজ বাংলা