২০২১ সালে কৃষিক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও উদ্ভাবনও অনেক। বিজ্ঞানীরা এ বছর ধান, পাট, গম, জিরা, কফি, শিম ও মাছের নতুন জাত উদ্ভাবন করেছে। এসব উদ্ভাবন দেশকে এক ধাপ এগিয়ে দিয়েছে।
প্রশ্ন: ২০২১ সালে বাংলাদেশ কোন জাতীয় মাছের জীবনরহস্য উন্মোচন করে ?
উত্তর: ডলফিন ও কার্প জাতীয় মাছ।
প্রশ্ন: ২০২১ সালে ড.মো: আবদুল্লা আল মামুনের নেতৃত্বে মাছের মড়ক থেকে মুক্তির জন্য উদ্ভাবিত টিকার নাম কী?
উত্তর: বায়োফ্লিম।
প্রশ্ন: ২০২১ সালে বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি?
উত্তর: বারি জিরা-১।
প্রশ্ন: বাংলাদেশে উদ্ভাবিত প্রথম কফির জাতের নাম কি ?
উত্তর: বারি কফি-১।
প্রশ্ন: ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ( বশেমুরকৃবি ) উদ্ভাবিত নতুন শিমের জাত কী কী ?
উত্তর: বিইউ শিম-৭, বিইউ খাট শিম-৮ ও বিইউ খাট শিম-৯ ।
প্রশ্ন: গৌড়মতি, ইলামতি ও মেহেদী-২ কোন জাতের আম ?
উত্তর: নাবী জাতের ।
প্রশ্ন: বঙ্গবন্ধু ধান-১০০ ’এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান ?
উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন: লবণাক্ততা সহিঞ্চু উদ্ভাবিত দেশি জাতের পাটের নাম কি?
উত্তর: বিজেআরআই দেশি পাট-১০।
প্রশ্ন:বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গমের ব্লাস্টরোগ প্রতিরোধী জাতের নাম কী ?
উত্তর: ডব্লিউএমআরআই গম-৩ ।
প্রশ্ন: ধানের এক গাছে পাঁচবার ফলন দেওয়া জাতের উদ্ভাবক কে?
উত্তর: জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী।