বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া ৩০ ডিসেম্বর শুরু। ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাক্রম ১-৫৯৩তম পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে নয়টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটা মেধাক্রম ৫৯৬, ৬৫১, ৬৬৮, ৮২৮, ৮৩১, ৮৮৫, ৯৭৮, ১০৫৩ ও ১০৭৫ এবং উপজাতি কোটায় মেধাক্রম ৭১২ ও ২০১৮ শিক্ষার্থীদেরও একই দিন যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে মেধা ক্রমানুসারে ভর্তি করা হবে।
অপেক্ষমাণ তালিকা প্রকাশ : এ তালিকা আগামী ১ জানুয়ারি ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তির জন্য যেসব ধাপ অনুসরণ করতে হবে :
১. বিভাগ নির্ধারণী চয়েস ফরম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে পূরণ করতে হবে।
২. বিভাগ নির্ধারণী সাক্ষাৎকার কনফারেন্স হলে (কক্ষ ২০৩) অনুষ্ঠিত হবে।
৩. ভর্তি ফি ও মেডিকেল ফি কনফারেন্স হলে (কক্ষ ২০৩) জমা দিতে হবে।
৪. মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে হবে।
যাচাইয়ের জন্য যেসব কাগজপত্র বিভাগীয় প্রধানের অফিসে জমা দিতে হবে :
১. এসএসসি ও এইচএসসির মার্কশিট ও টেস্টিমোনিয়ালের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
২. এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও সত্যায়িত ফটোকপি।
৩. ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি।
৪. বিভাগ নির্ধারণী চয়েস ফরম (কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত)।
৫. স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/ কাউন্সিলর অথবা কোনো গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত পিতা বা অভিভাবকের বার্ষিক আয়ের সনদ।
৬. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৭. স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট।
৮. ভর্তি ফি বাবদ ১৯,৯০০ টাকা ও মেডিকেল ফি বাবদ ২০০ টাকাসহ মোট ২০,১০০ টাকা জমা দেওয়ার রশিদ।
জেনে রাখুন : কাগজপত্র যাচাইয়ের পর সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহের পর যথাযথভাবে পূরণ করে উল্লেখিত কাগজপত্রসহ বিভাগীয় প্রধানের অফিসে জমা দিতে হবে।