২০২১ সালে বাংলাদেশ পদাপর্ন করেছে স্বাধীনতার ৫০ বছরে। এদেশের স্বাধীনতার বা বিজয়ের সুবর্ণজয়ন্তী আর মুজিব জন্ম শতবর্ষ ঘিরে দেশে এবং দেশের বাইরেও ছিল নানা আয়োজন। দেশে ২০২১ সালে শিক্ষাক্ষেত্রে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আজকের আয়োজন ফিরে দেখা।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্তবর্ষ পূর্তি কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১ ডিসেম্বর ২০২১ (৫ দিনব্যাপী)।
প্রশ্ন: শিক্ষা আইন, ২০২১-এর খসড়া চূড়ান্ত হয় কবে?
উত্তর: ১৬ ফেব্রুয়ারি ২০২১।
প্রশ্ন: দেশের ৫০তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর: ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রশ্ন: শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তর: খুলনা।
প্রশ্ন: দেশের ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর: অধ্যাপক ড. মো. আবদুল বাসেত ।
প্রশ্ন: দেশের ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ।
প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর: ৫ টি।
প্রশ্ন: দেশের একাদশতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যন্সেলর কে?
উত্তর: অধ্যাপক ড. মো.নাছিম আখতার ।
প্রশ্ন: ২০২১ সালের ৫ মে কোন কোন বিশিষ্ট ব্যাক্তিকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়?
উত্তর: অধ্যাপক ড. এ কে আজাদ খান, অধ্যাপক ডা. মাহমুদ হাসান ও অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন ।
প্রশ্ন: ডিসেম্বর ২০২১ পর্যন্ত কতজন বিশিষ্ট ব্যাক্তিকে জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়েছেন?
উত্তর: ২৯ জন।
প্রশ্ন: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল , ২০২১ জাতীয় সংসদে পাস হয় কবে ?
উত্তর: ১৫ সেপ্টেম্বর ২০২১।
প্রশ্ন: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর: ড. জেড. এম. পারভেজ সাজ্জাদ।
প্রশ্ন: জলবায়ু সংকট মোকাবিলা ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি ) কোন ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয় ?
উত্তর: ডক্টর অব লিটারেচার (ডি লিট)।
প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কতটি?
উত্তর: ৮ টি।
প্রশ্ন: ২০২১ সালের ২৫ অক্টোবর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে কার নামে নামকরণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়?
উত্তর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।
প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি?
উত্তর: ৫টি।
প্রশ্ন: বাংলাদেশের কোন মাদরাসায় মিসরের বিখ্যাত আল- আজাহার বিশ্ববিদ্যালয়ের শাখা চালু হতে যাচ্ছে?
উত্তর: রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা।
প্রশ্ন: দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি কলেজের সংখ্যা কত?
উত্তর: ৬৩২ টি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও সাতটি কলেজ রয়েছে।
প্রশ্ন: বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১০৮টি।
প্রশ্ন: বাংলাদেশের পরিসংখ্যান বুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সাক্ষরতার হার কত?
উত্তর: ৭৫.৬%