সুপ্রিয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এমসিকিউ পদ্ধতির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ১০টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি?
ক. গ্যাস খ. তেল গ. বায়োগ্যাস ঘ. কয়লা
উত্তর : গ. বায়োগ্যাস।
প্রশ্ন : মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
ক. আগারগাঁও খ. ধানমন্ডি গ. শাহবাগ ঘ. সেগুনবাগিচা
উত্তর : ক. আগারগাঁও।
প্রশ্ন : ‘রোসাটম’ কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা?
ক. জার্মানি খ. রাশিয়া গ. ফ্রান্স ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তর : খ. রাশিয়া।
প্রশ্ন : প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক. বদ্বীপ খ. খাঁড়ি গ. দোয়াব ঘ. পলল শাখা
উত্তর : গ. দোয়াব।
প্রশ্ন : ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. ত্যক্ত খ. গূঢ় গ. দৃঢ় ঘ. গ্রাহ্য
উত্তর : খ. গূঢ়।
প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন খ. সুন্দরবন গ. ভোলা ঘ. মহেশখালী
উত্তর : খ. সুন্দরবন।
প্রশ্ন : লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
ক. ১২ দিন খ. ১৫ দিন গ. ১২০ দিন ঘ. ৯০ দিন
উত্তর : গ. ১২০ দিন।
প্রশ্ন : ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
ক. বর্ণ খ. শব্দ গ. অক্ষর ঘ. ধ্বনি
উত্তর : ঘ. ধ্বনি।
প্রশ্ন : বর্তমানে দেশে সিটি করপোরেশনের সংখ্যা কত?
ক. ১০টি খ. ১২টি গ. ১৩টি ঘ. ১১টি
উত্তর : খ. ১২টি।
প্রশ্ন : নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা?
ক. পাঁচ খ. এগারো গ. সপ্তম ঘ. একুশ
উত্তর : গ. সপ্তম।