সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের ২৭ মে হতে পারে।কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে?
ক. রোম চুক্তি খ. ম্যাসট্রিষ্ট চুক্তি গ. ভিয়েনা কনভেনশন ঘ. ব্রাসেলস কনভেনশন
উত্তর: ক. রোম চুক্তি।
২. MIGA-কখন গঠিত হয়?
ক. ১৯৮৮ সালে খ. ১৯৮২ সালে গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৮৬ সালে
উত্তর: ক. ১৯৮৮ সালে।
৩. গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
ক. ছয় ঘন্টা খ. আট ঘন্টা গ. দশ ঘন্টা ঘ. পাঁচ ঘন্টা
উত্তর: ক. ছয় ঘন্টা।
৪. ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?
ক. মিজোরাম খ. অরুণাচল গ. মণিপুর ঘ. মেঘালয়
উত্তর: গ.মণিপুর।
৫. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
ক. ইরাক খ. ফিলিপাইন গ. ইন্দোনেশিয়া ঘ. থাইল্যান্ড
উত্তর: খ. ফিলিপাইন।
৬. শেনজেন চুক্তি হচ্ছে-
ক. বাণিজ্য চুক্তি খ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি গ. কর হ্রাস চুক্তি ঘ. সমযোতা চুক্তি
উত্তর: খ.অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি।
৭.যুক্তরাষ্ট্রের কোন স্টেট-এর নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি?
ক. নিউইয়ার্ক খ. ক্যালফের্নিয়া গ. টেক্সাস ঘ. ফ্লোরিডা
উত্তর: খ.ক্যালিফোর্নিয়া
৮. যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন । তার নাম কি?
ক.জেমস মনেরো খ. গ.হ্যারি এস ট্রুম্যান গ. বারাক ওবামা ঘ.ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তর: ঘ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৯. জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
ক. কুর্ট ওয়াল্ডহেইম খ. পেরেজ দ্য কুয়েলার গ. উ থান্ট ঘ. ট্রিগভেলি
উত্তর: ঘ. ট্রিগভেলি।
১০. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার কোথায় অবস্থিত?
ক.নিউইয়ার্কে খ. ইয়োগোতে গ.টোকিওতে ঘ.লন্ডনে
উত্তর: খ. টোকিওতে।
১১. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক.১৯৫০ সালে খ. ১৯৫৫ সালে গ. ১৯৬৫ সালে ঘ. ১৯৬৬ সালে
উত্তর: ঘ. ১৯৬৬ সালে।
১২. স্থায়ী সালিসী আদালত কোথায় অবস্থিত?
ক. জেনেভায় খ. লন্ডনে গ. প্যারিসে ঘ. হেগে
উত্তর: ঘ.হেগে।