সুপ্রিয় ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। প্রিলিমিনারি পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে হতে পারে।কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়বলী’ থেকে ১২টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
প্রশ্ন : ‘অলিভ টারটল ’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
ক. সেন্টমার্টিন খ. রাঙ্গাবালি গ. চর আলেকজান্ডার ঘ. ছেড়া দ্বীপ
উত্তর: ক. সেন্টমার্টিন।
প্রশ্ন : ‘সোয়াচ অব গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক. যমুনা নদীতে খ. বঙ্গোপসাগরে গ. মেঘনার মোহনায় ঘ. সন্দ্বীপ চেনেল
উত্তর: খ. বঙ্গোপসাগরে।
প্রশ্ন : বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি হিসেবে স্থান করে নেয়?
ক. পঞ্চাশ দশক খ. ষাট দশক গ. সত্তর দশক ঘ. আশির দশক
উত্তর: ঘ. আশির দশক।
প্রশ্ন : বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কত?
ক. ২৫ খ. ২৭ গ. ৩৬ ঘ. ৪১
উত্তর: ঘ. ৪১।
প্রশ্ন : চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ–এর দীক্ষাগুরু কে ছিলেন?
ক. অতীশ দিপঙ্কর খ. মাহুয়ান গ. শিলভদ্র ঘ. মেগাস্থিনিস
উত্তর : শিলভদ্র।
প্রশ্ন : প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি গ. বান্দরবান ঘ. সিলেট
উত্তর: গ. বান্দরবান।
প্রশ্ন : বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪৫৫০ খ. ৪৪৫০ গ. ৪৬৫০ ঘ. ৪৭৫০
উত্তর: ক. ৪৫৫০।
প্রশ্ন : মহাস্থবীর শিল্পভদ্র কোন মহাবিহারের আচর্য ছিলেন?
ক. আনন্দ বিহার খ. নালন্দা বিহার গ. গোসিপো বিহার ঘ. সোমপুর বিহার
উত্তর: খ. নালন্দা বিহার।
প্রশ্ন : খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
ক. বারাং খ. পাড়া গ. পুঞ্জি ঘ. মৌজা
উত্তর: গ. পুঞ্জি।
প্রশ্ন : ১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশী এভারেষ্ট জয় করেন?
ক. ওয়াসফিয়া নাজনীন খ. মুসা ইব্রাহিম
গ. এম.এ.মুহিম ঘ. নিশাত মজুমদার
উত্তর: ঘ. নিশাত মজুমদার ।
প্রশ্ন : বিখ্যাত চিত্রকর্ম ‘ তিন কন্যা ’ এর চিত্রকর কে?
ক. জয়নুল আবেদীন খ. কামরুল হাসান গ. এস এম সুলতান ঘ. রফিকুন্নবী
উত্তর: খ. কামরুল হাসান।
প্রশ্ন : ‘বর্ণালী ’ এবং শুদ্র’ কী?
ক. উন্নত জাতের ভূট্টা খ. উন্নত জাতের চাল গ. উন্নত জাতের গম ঘ. উন্নত জাতের ধান
উত্তর: ক. উন্নত জাতের ভূট্টা।