সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত হতে পারে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী‘ থেকে ১৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১.বর্তমাস বিশ্বে ‘নিউ সিল্ক রোডের’ প্রবক্তা কে?
ক. জাপান খ. চীন গ. ভারত ঘ. আফগানিস্তান
উত্তর: খ. চীন।
২. বিশ্ব প্রাণী দিবস কবে?
ক. ৪ অক্টোবর খ. ৬ জুন গ.৮ জুলাই ঘ. ৯ মার্চ
উত্তর: ক.৪ অক্টোবর।
৩. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
ক.ডলার খ.পাউন্ড গ.রুপি ঘ.টাকা
উত্তর: গ. রুপি।
৪. সার্ক-এর সদস্য দেশ কয়টি?
ক. ৬ খ.৭ গ.৮ .ঘ.৯
উত্তর: গ. ৮টি।
৫. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
ক. লর্ড কার্জন খ. লর্ড মাউন্টব্যাটেন গ. লর্ড বেন্টিঙ্ক ঘ. লর্ড ওয়াভেল
উত্তর: খ. লর্ড মাউন্টব্যাটেন।
৬.জাতিসংঘের সচিবলায় কোথায় অবস্থিত?
ক. দিল্লী খ. ইসলামাবাদ
গ. নিউইয়র্ক ঘ. ঢাকা
উত্তর: গ. নিউইয়র্ক।
৭. সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লির তৈরি করা হয়েছে কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র খ. ভারত গ. নেপাল ঘ. জাপান
উত্তর: ক.যুক্তরাষ্ট্র।
৮. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
ক. মালয়েশিয়া খ. ভারত গ. চীন ঘ. ইংল্যান্ড
উত্তর: ক. মালয়েশিয়া।
৯. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
ক. জিরাফ খ. উট গ. ঘোড়া ঘ. খেচর
উত্তর: খ. উট।
১০. ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান কত সালে?
ক. ১৯৫৬ সালে খ. ১৯৬২ গ. ১৯৬৯ ঘ. ১৯৬১
উত্তর: ঘ.১৯৬১ সালে।
১১. গ্রীনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
ক. যুক্তরাজ্যে খ.যু ক্তরাষ্ট্রে গ. ফ্রান্সে ঘ. জার্মানিতে
উত্তর: ক. যুক্তরাজ্যে।
১২.পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
ক. দিলি খ. লাসা গ. পোর্টো নোভা ঘ. তিয়েন আন মেন
উত্তর: ক. দিলি।
১৩. আটলান্টিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘ষ্টিলথ ড্রোনটি’ কি?
ক. হেলিকপ্টার চলিত খ. বোমারু বিমান চালিত গ. মিগ চালিত ঘ. শক্তিশালী রকেট
উত্তর: খ. বোমারু বিমান চালিত
১৪.‘গ্রিনল্যান্ড’- এর মালিকানা কোন দেশ?
ক. সুইডেন খ. নেদারল্যান্ড গ. ডেনমার্ক ঘ. ইংল্যান্ড
উত্তর: গ. ডেনমার্ক।
১৫. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. রাশিয়া খ. চীন গ. ভারত ঘ. পাকিস্তান
উত্তর: ক. রাশিয়া।