সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেয়ার শুরুর তারিখ ও সময় :৩০ ডিসেম্বর ২০২১, সকাল ১০টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময় : ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টা পর্যন্ত। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০২২ সালের মে মাসে হতে পারে।কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
ক. চলিত রীতি খ. সাধু রীতি
গ. মিশ্ররীতি ঘ. আঞ্চলিক রীতি
২. বাংলা ভাষার প্রথম ব্যাকারণ রচনা করেন কে?
ক. অক্ষয় দত্ত খ. মার্শম্যান
গ. রাজা রামমোহন ঘ. ব্রাশি হ্যালহেড
৩. কবি গানের প্রথম কবি কে?
ক. ভবানী ঘোষ খ. নিতাই বৈরাগী
গ. গোঁজলা পুট ঘ. হারু ঠাকুর
৪.কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?
ক. কৃষ্ণচন্দ্র মজুমদার খ. কামিনী রায়
গ. ঈশ^রচন্দ্র গুপ্ত ঘ. যতীন্দ্রমোহন বাগচী
৫. বাংলা গদ্যের জনক কে?
ক. উইলিয়াম কেরী খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর
৬.আনন্দমঠ উপন্যাসের লেখক কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. আনন্দমোহন বাগচী
৭. ‘বিদ্রাহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
ক. দোলনচাঁপা খ. অগ্নিবীণা
গ. সাম্যবাদী ঘ. বিষের বাঁশী
৮. তাম্বুলখানা গ্রামে জন্মেছিল কোন কবি?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. জসীমউদ্দীন
৯. ‘ছিন্নপত্রে’র অধিকার পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ?
ক. মৃণালিনী খ. মৈত্রেয়ী দেবী
গ. ইন্দিরা দেবী ঘ. কাদম্বরী দেবী
১০.বাংলা বর্নমালায় স্বরবর্ণ কয়টি?
ক. ১৩টি খ. ১৯টি গ.১১টি ঘ.২১টি
উত্তর: ১.খ, ২.গ, ৩.গ, ৪.ক, ৫.ঘ, ৬.খ, ৭.খ, ৮.ঘ, ৯.গ, ১০.গ।