সুপ্রিয় ৪৪তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। চলতি মাসের মধ্যে ৪৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার কথা রয়েছে। কাজেই তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা ভাষা ও সাহিত্য’ থেকে আরো ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১.‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. গূঢ় খ. ত্যাক্ত গ. দৃঢ় ঘ. গ্রন্থ
২. কোন সার্থক বাক্যের গুণ নয়?
ক. আকাক্ষা খ. যোগ্যতা গ. আসক্তি ঘ. আসত্তি
৩. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
ক. আত্মচারিত খ. আত্মজিজ্ঞাসা গ. আমার কথা ঘ. আত্মকথা
৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘ মতিচূর’ কোন ধরনের রচনা?
ক. প্রবন্ধ খ. নাটক গ. উপন্যাস ঘ. আত্মজীবনী
৫. কোনটি জসীমউদ্দীনের রচনা?
ক. গাজী মিয়াঁর বস্তানী খ. ভাওয়াল গড়ের উপাখ্যন গ. ঠাকুরবাড়ির আঙিনা ঘ. হাঁসুলী ঝাঁকের উপকথা
৬. কোন শব্দটি বাগধরা-
ক. চৈত্র সংক্রান্তি খ. শিরে সংক্রান্তি গ. পৌষ সংক্রান্তি ঘ. শিব-সংক্রান্তি
৭. কোনটি মৌলিক শব্দ?
ক. মানব খ. একাঙ্ক গ. ধাতব ঘ. গোলাপ
৮. বাংলা সাহিত্যেও ইতিহাস গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহাম্মাদ শহীদুল্লাহর লেখা?
ক. বঙ্গভাষা খ. বাংলা সাহিত্যের কথা গ. বাংলা সাহিত্যেও ইতিবৃত্ত ঘ. বাংলা সাহিত্যেও ইতিহাস
৯. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
ক. ব+ন্ধ+ন খ. ব+ন্+ধ+ন্ গ. বন+ধন ঘ. বান+ধন
১০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
ক. ৭টি খ. ৯টি গ.৮টি ঘ.১০টি
উত্তর: ১. ক, ২. গ, ৩. ক, ৪.ক, ৫. গ, ৬.খ, ৭.ঘ, ৮.খ, ৯.খ, ১০.গ।