সুপ্রিয় ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো । লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ৪ ডিসেম্বর ৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বাংলা প্রথম পত্র বিষয়ের লিখিত পরীক্ষার জন্য যেসব বিষয় গুরুত্ব দিয়ে পড়বেন তা নিচে দেয়া হলো-
বাংলা প্রথম পত্র
ব্যকারণ
ব্যাকারণ অংশে সাধারণত ৫ টি প্রশ্নের উত্তর দিতে হয় । এতে নম্বর থাকবে ৩০।
ব্যকরণে সাধারণত শুদ্ধিকরণ /শূন্যস্থান পূরণ করো/ বানান/বানানের নিয়ম/ প্রবাদ প্রবচনের নিহিতার্থ ব্যাখ্যা ও ব্যকারণ বিষয়ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকে।
শুদ্ধি লিখন
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে উদাহরণসহ সবগুলো বাক্য শুদ্ধিকরণ নিয়মসহ নিয়মিত অনুশীলন করুন।
প্রবাদ-প্রবচনের অর্থপূর্ণ ব্যাখ্যা
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে উদাহরণসহ সবগুলো প্রবাদ-প্রবচন নিয়মিত অনুশীলন করুন। এ ছাড়া যে সব প্রবাদ-প্রবচনগুলোর অর্থপূর্ণ ব্যাখ্যা গুরুত্ব দিয়ে পড়বেন । সেগুলো হলো-
১.আকূল পাথর।
২. ছাই ফেলতে ভাঙা কুলো।
৩. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
৪. কানা ছেলের নাম পদ্মলোচন ।
৫. বিড়ালের ভাগ্যে শিকে ছেড়া।
ব্যকারণ বিষয়ক প্রশ্ন
নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে উদাহরণসহ সবগুলো ব্যকারণ বিষয়ক প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। এ ছাড়া ব্যকারণ বিষয়ক যেসব প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বেন সেগুলো হলো-
১. বাংলা ভাষার শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কী কী? উদাহরণসহ প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করো।
২. বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতি অনুসারে অর্ধ-তৎসম শব্দের ৬টি নিয়ম উদাহরণসহ লিখ।
৩. উপসর্গের অর্থবাচকতা নাই, কিন্ত অর্থদ্যেতকতা আছে। উদাহরণসহ ব্যাখ্যা করো।
সারমর্ম
লিখিত পরীক্ষায় সারমর্মে দুটি প্রশ্ন থাকে একটির উত্তর দিতে হয়। নম্বর থাকবে ২০। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে উদাহরণসহ সবগুলো সারমর্ম নিয়মিত অনুশীলন করুন।
ভাব-সম্প্রসারণ
লিখিত পরীক্ষায় ভাব- সম্প্রসারণে দুটি প্রশ্ন থাকে একটির উত্তর দিতে হয়। নম্বর থাকবে ২০। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে উদাহরণসহ সবগুলো ভাব-সম্প্রসারণ নিয়মিত অনুশীলন করুন।
বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক প্রশ্ন
লিখিত পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক প্রশ্নে নম্বর থাকবে ৩০। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ব্যকরণ বই থেকে উদাহরণসহ সবগুলো বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক প্রশ্ন নিয়মিত অনুশীলন করুন। এ ছাড়া বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক যে সব প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বেন সেগুলো হলো-
১. বৈষ্ণব পদোবলি কী? মধ্যযুগের বৈষ্ণব পদোবলির বিশেষত্ব আলোচনা করুন। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? তার পরিচয় দিন।
২. বাংলা সাহিত্যে শ্রীচৈতন্য দেবের ভ‚মিকা পর্যালোচনা করুন।
৩. বৈষ্ণব পদোবলি কী? মধ্যযুগের বৈষ্ণব পদোবলির বিশেষত্ব আলোচনা করুন। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? তার পরিচয় দিন।
৪. চর্যাপদের ধর্মমত সম্পর্কে ধারণা দিন।
৫. কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন এবং কেন?
৬. আধুনিক যুগের বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন।
৭. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল লিখুন।
৮. ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজ্যে সভার কবি ছিলেন?