সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে বলে সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, করোনা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা এত দিন নেওয়া সম্ভব হয়নি। বর্তমানে করোনা অনেকটা কমে এসেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় চাকরির নিয়োগ পরীক্ষা নেওয়া শুরু করেছে। আমরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি প্রায় শেষ করেছি। আশা করছি, আগামী ১৫ ডিসম্বেরের মধ্যে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।