‘অফিস আওয়ার’ থাকায় পাবলিক পরীক্ষা ১০টার পরিবর্তে দুপুরে শুরু করার সময় নির্ধারণ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পাবলিক পরীক্ষাগুলো শুরু হয় সকাল ১০টা থেকে, তখন অফিস আওয়ার থাকে এবং প্রচণ্ড যানজটও হয়। অনেক কেন্দ্রে পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ে আসতে পারে না। পরীক্ষার সময় দুপুরের দিকে করা যায় কি-না, যখন যানজট কম থাকে- এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটা নিয়ে আমাদের ভাবনায় আছে। আজকের সভায়ও আলাপ করেছি।
তিনি বলেন, আগামী বছর থেকে আমরা চেষ্টা করতে পারি, বিশেষ করে যেদিন সবচাইতে বেশি পরীক্ষার্থী থাকে অর্থাৎ মূল বিষয়গুলো বা আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা যেদিন হয়, সেদিন পরীক্ষাগুলো আরেকটু পরে শুরু করা যায় কিনা, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব আগামী বছর। এটা নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে।