সদ্য সমাপ্ত হল টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা উঠলো অস্ট্রেলিয়ার ঘরে। প্রথমবারের মতো রানার্সআপ হলো নিউজিল্যান্ড। আসরে সেরা খেলোয়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পায়নি বাংলাদেশ ও ভারতের কোন খেলোয়ার। এবার দেখে নেয়া যাক সেরা খেলোয়াড়ের তালিকা।
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), জস বাটলার (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ও আনরিখ নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)।